
যুক্তরাষ্ট্র সংবাদদাতা: | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
যুক্তরাষ্ট্র সফররত এফবিসিসিআইর নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ।
স্থানীয় সময় শুক্রবার (১ অক্টোবর) বোস্টনের সন্নিকটে ক্যামব্রিজের দারুল কাবাব রেস্তোরাঁয় এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ওসমান গনির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সুহাস বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় এফবিসিসিআইর নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিনকে পুষ্পাঞ্জলি দিয়ে অভিনন্দন জানান সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক সুহাস বড়ুয়া এবং মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিম পারভীন ও সাধারণ সম্পাদক মিশা রহমান।
সভায় দেশের বর্তমান অর্থনৈতিক অবস্হা, দেশে অর্থনৈতিক উন্নয়নে আয়ের মূল উৎস, প্রবাসীদের বিভিন্ন খাতে দেশে বিনিয়োগ, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করেন এবং আগ্রহীদের এফবিসিসিআইর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় ও সংবর্ধনা সভার অংশগ্রহণ করেন- ব্যারিস্টার জিয়াউল হাসান, ড. আবদুল্লাহ শিবলী, ড. আশিস দেব, ড. নাসরিন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ড. মাহফুজুর রহমান, কবি বদিউজ্জামান নাসিম, বাংলাদেশ আসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের (বেইন) সাবেক সভাপতি নোমান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান সাবু, বোস্টন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন মোরশেদ, ব্যবসায়ী নাফিস খান, মুনির সাজি, মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাসিম পারভীন, সাবেক সাধারণ সম্পাদক মিশা রহমান, যুবলীগের সিরাজুম মুনির, সৈকত খান, নাসির উদ্দিন, সাজ্জাদুর রহমান, মোহাম্মদ ফোরকান, ব্যাংকার মোহাম্মদ লাকমান, আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন, জেমমিন গনি প্রমুখ।
Posted ১:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.