নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
ডেসমন্ড টুটুর বিদায় দক্ষিণ আফ্রিকার কাছে আরেকটি শোকের অধ্যায় উল্লেখ করে সিরিল বলেন, অসাম্প্রদায়িক, সর্বজনীন মানবাধিকারের চ্যাম্পিয়ন হিসেবে তিনি নিজেকে আলাদা করেছেন।
দেশ-বিদেশে দক্ষিণ আফ্রিকার অন্যতম পরিচিত এ ব্যক্তিত্বের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি একাধারে ধর্মযাজক ও অধিকার আন্দোলন কর্মী ছিলেন।
সিরিল বলেন, ডেসমন্ড টুটু স্বাধীন দক্ষিণ আফ্রিকা অর্জনে সাহায্য করেছিলেন।
বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ছিলেন টুটু। ১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে শ্বেতাঙ্গ সংখ্যালঘু সরকারের জাতিগত বিচ্ছিন্নতা ও বৈষম্যের নীতি বিরোধী আন্দোলনের অন্যতম চালিকাশক্তি ছিলেন তিনি।
বর্ণবৈষম্য প্রথা বিলুপ্ত করার সংগ্রামে ভূমিকার জন্য ডেসমন্ড টুটু ১৯৮৪ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.