
আব্দুর রহমান আব্দুল্লাহ,মৌলভীবাজার | সোমবার, ০২ অক্টোবর ২০১৭ | প্রিন্ট
খোদার বান্দা মোরা রাসুলের সৈনিক
ঘুচে দিতে অন্যায় হব মোরা নির্ভীক।
নির্বিঘ্ন হৃদয় মোদের মুসলিম পরিচয়
নেই সংকোচ মনে থাকি সদা নির্ভয়।
দিতে যদি হয় তবুও দেব এই জীবন,
নিবারণ করবো তবু অন্যায়ের দহন।
বেদ্বীনের কালো হাত ভেঙে দিতে আজ
ন্যায়ের সংগ্রামে সাজবো বীরের সাজ।
অসাম্য প্রতিক্ষেপে হব বীর পালোওয়ান
সাম্য প্রসারে মোরা রেখে যাব অবদান।
সত্যের সৈনিক মোরা ন্যায়ের প্রসারক,
হৃদয়ে রয়েছেন মোদের মানবতার জনক।
মোরা নাহি করি ভয় তবু নেই মনে সংশয়,
ইসলাম প্রসারে সততা থাকবো অব্যয়।
দুর্বার হয়ে রুখে দেব বেদ্বীনের হস্তক্ষেপ
মুসলিম নীড়ে করুক যত অগ্নি নিক্ষেপ।
রাসুলের সৈনিক মোরা ন্যায়ের প্রহরি,
সাথে রয়েছেন মোদের মুক্তির দিশারী।
নিরব থেকোনা না হে বীর পালোওয়ান
ইসলাম প্রসারে সততা হও আগুয়াণ।
বেদ্বীনের কালো ঝাণ্ডার দাও পুড়িয়ে
নির্বিঘ্ন বিজয়ের নিশান দাও ছড়িয়ে।
যোগের বিহরণে যত ঘটিয়েছে সংগ্রাম
বিজয় নিশান উড়িয়েছে মুসলিম আদম।
নির্গমণ হয়েছে সততা বেদ্বীনের হস্তক্ষেপ
ঘুচে দিয়েছে মুসলিম সাম্যের প্রতিক্ষেপ।
www.facebook.com/rohmanabdullah.official
[কারবালার ইস্যুতে]
Posted ১২:৫০ অপরাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.