
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৩ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: যোগদান করার পর প্রায় ২০ মাস অতিবাহিত হলেও এখনো বেতন পাচ্ছেন না বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা। এর ফলে তাদের প্রতিটি পরিবার মানবেতর জীবন-যাপন করছে বলে এক মানববন্ধনে অভিযোগ করেন তারা। এসময় দিনাজপুরের চিরিবন্দর উপজেলা থেকে আসা ৩১ জন দপ্তরি কাম প্রহরীদের ব্যানারে লেখা ছিল ‘মা আমরা তোমার অভূক্ত সন্তান, ভাত দাও না হয় বেতন দাও’।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণির কর্মচারীদের ব্যানারে এ মানববন্ধন হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, দেশের প্রায় ৪২টি উপজেলায় দপ্তরি কাম প্রহরী পদে সরকারে সকল নীতিমালা অনুযায়ী নিয়োগ পত্র পেয়ে তারা যোগদান করেন। যোগদান করার পর থেকে বিদ্যালয়ে যথারীতি কর্মরত আছেন তারা। কিন্তু যোগদান করার প্রায় দীর্ঘ ২০ মাস অতিবাহিত হলেও তারা এখনো বেতন ভাতা পাননি।
দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ায় তাদের প্রতিটি পরিবার মানবেতর জীবন-যাপন করছে বলে অভিযোগ করেন তারা।
তারা বলেন, বিদ্যালয়ে ২৪ ঘণ্টা কর্মরত থাকায় তাদের অন্য কোনো কাজ করে উপার্জন করাও সম্ভব হচ্ছে না।
মানববন্ধনে অতি দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানায় বক্তারা।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৭:০৪ অপরাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.