
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে একযোগে প্রচার হবে।
ভাষনে গত তিন বছরে সরকারের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত চিত্র ওঠে আসবে বলে জানা গেছে।
এর আগে গত বছর ১২ জানুয়ারি সরকারের দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা ২০১৪ সালের ১২ জানুয়ারি শপথ নেন। ওই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৮:৩১ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.