
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০১ মার্চ ২০১৭ | প্রিন্ট
ছবি: প্রতীকী
ঢাকা: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘অবস্থান প্রতিবাদ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীসহ দেশব্যাপী এ কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “বর্তমান সরকারের আমলে পাঁচ দফা গ্যাসের মূল্য বৃদ্ধির অগণতান্ত্রিক ও গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে। ঢাকায় কোথায় হবে তা পরে জানিয়ে দেয়া হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীমুর রহমান।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৩:২১ পূর্বাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.