
স্পোর্টস ডেস্ক,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য মেয়েদের ৩০ সদস্যের প্রাথমিক নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সফরের জন্য আগামী বৃহস্পতিবার থেকে সিলেটে শুরু হবে ১৬ দিনের প্রস্তুতি ক্যাম্প। সিলেটে নিজেদের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জাহানারা আলম-সালমা খাতুনরা।
পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকা যাবে রুমানা আহমেদের দল। সেখান থেকে ফিরে মালয়েশিয়ায় নারী এশিয়া কাপে খেলবে তারা। এরপর বাংলাদেশ নারী ক্রিকেট দল যাবে আয়ারল্যান্ডে। সেখানে ১২ থেকে ১৪ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প শেষে নেদারল্যান্ডসে বিশ্বকাপ বাছাই পর্বে খেলবে তারা।
নারী ক্রিকেটের প্রাথমিক দল: রুমানা আহমেদ, জাহানারা আলম, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, লিলি বিশ্বাস, আয়েশা রহমান, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস, শারমিন সুলতানা, সোবহানা মুশতারী, সালমা খাতুন, সানজিদা ইসলাম, লতা মণ্ডল, শায়ালা শারমিন, মুর্শিদা খাতুন, শারমিন আক্তার, শায়মা সুলতানা, রিতু মণি, সুবর্ণা ইসলাম, পুজা চক্রবর্তী, সুলতানা খাতুন, শানু আক্তার, রূপা রায়, সাবেকুন নাহার, তাজিয়া আক্তার, হ্যাপি আলম।
Posted ৭:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.