
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
ফাইল ফটো:
ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন তার আত্মপক্ষ সমর্থনে শুনানির দিন ধার্য আছে।
বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, “খালেদা জিয়া বৃহস্পতিবার সকাল ১০টায় আদালতের উদ্দেশে রওনা হবেন।”
এর আগে গত সোমবার আদালতে হাজির হয়েছিলেন খালেদা জিয়া। ওই দিন অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত তার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। আর তার পক্ষে মামলার পুনঃতদন্তের আবেদনের ওপর বিস্তারিত শুনানির সময়ও ওই দিন ধার্য করেন আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে দেয়া অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা আছে।
এদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার ৯টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বুধবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তার আইনজীবীরা জানান আসামি অসুস্থ। তাই তারা সময়ের আবেদন করেন। পরে পরবর্তী শুনানির জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।
সেদিন হাজির না হলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলেও জানান আদালত।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:১৮ অপরাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.