
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় খালেদা জিয়া আদালতে যাবেন।
রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে তার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে। গত ১ ডিসেম্বর তিনি আত্মপক্ষ সমর্থনের লিখিত বক্তব্য আংশিক পড়ে শোনান।
২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ।
মামলার অপর আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
সংবাদমেইল২৪.কম/এনবি/এনআই/এনএস
Posted ৬:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৪ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.