
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৭ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
কুলাউড়ার ঐতিহ্যবাহী রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি জমে থাকার কারণে শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
(৭ নভেম্ভর) সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই মাঠে হাঁটু পানি জমে যায়। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুলের পশ্চিমে সরকারি রাস্তা, পশ্চিম ও উত্তর পাশে উত্তরপাশে সরকারী অফিস থাকার কারণে বৃষ্টির পানি সরতে না পারায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। জলাবদ্ধতার কারণে স্কুল মাঠে শিক্ষার্থীরা শরীরচর্চা ও জাতীয় সংগীত গাইতে সমবেত হতে পারছে না। বন্ধ হয়ে আছে শিক্ষার্থীদের খেলাধুলা। এ নিয়ে বিদ্যালয়ের টয়লেট ব্যবহার করতে পারছে না শিক্ষক-শিক্ষিকারা।এ নিয়ে শিক্ষার্থীদের অভিবাবকদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা।
বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী আফসানা খানম ৩য় শ্রেণীর সূচনা খানম ,২য় শ্রেণীর শিশু শিক্ষার্থী তাহসিন আহমেদ ওয়াফিক ও অনিকা খানম কণা ‘সংবাদমেইলকে’ বলেন, দুই দিন ধরে তারা বিদ্যালয়ে ক্লাস করতে যেতে পারছেন না।এ বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এ শিক্ষার্থীর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম ‘সংবাদমেইলকে’ বলেন,এ সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার পরও বরাদ্ধের অভাবে পানি নিষ্কাশনের কোন প্রদক্ষেপ নিচ্ছে না শিক্ষা বিভাগ।
এ ব্যাপারে কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উল ইসলাম ‘সংবাদমেইলকে’ বলেন,স্কুল কতৃপক্ষ বিষয়টি অবগত করেছে। দ্রুত প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে।
সংবাদেমইল২৪.কম/শরীফ/নাশ
Posted ২:৪০ অপরাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.