
আন্তর্জাতিক ডেক্স: সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ধর্ষণ হিসেবে গণ্য করা যাবে না বলে রায় দিয়েছেন ভারতের মুম্বাইয়ের হাই কোর্ট।
(২১ জানুয়ারি) শনিবার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের করা এক মামলায় রায়ে এ রায় দেন আদালত।
মামলার অভিযোগ টিএনএনের সংবাদে জানা যায়, ২১ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন তার সাবেক প্রেমিকা। ওই প্রেমিকার অভিযোগ, যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর তারা একে অপরের ঘনিষ্ঠ হন। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কে ছিন্ন হয়।
মুম্বাই হাই কোর্টের ভাষ্য, “শিক্ষিত ও প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ককে ধর্ষণ হিসেবে গণ্য করা যাবে না।”
এ মামলার রায় সম্পর্কে মুম্বাই হাই কোর্টের বিচারপতি মৃদুলা ভাটকার বলেন, “দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে যদি সেই মুহূর্তে উভয়ের সম্মতিতেই যৌন সম্পর্ক হয়ে থাকে, তা হলে তা কীভাবে ধর্ষণ হবে? নিজেদের ইচ্ছাতেই প্রেমিক-প্রেমিকা অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে থাকেন। পরে আবার অনেকেই এটাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে তোলেন। এটা হওয়া উচিত নয়।”
তিনি আরো বলেন, “সমাজ এখন আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। অতীতে বিয়ের আগে কোনো মেয়ে বা ছেলে যৌন সম্পর্ক রাখতেন না। সেটা সমাজের চোখে অপরাধ ছিল। বিয়ের আগে যৌন সম্পর্কের পরিণাম কী হতে পারে, তা একজন প্রাপ্তবয়স্ক নারী অবশ্যই জানবেন। তাই সব ক্ষেত্রেই এমন ঘটনাকে ধর্ষণের পর্যায়ে ফেলা উচিত হবে না।”
সংবাদেমইল২৪.কম/এসএ/এনএস
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.