
স্পোর্টস ডেস্ক,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৮ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
ছবি: সাংবাদিকদের এ তথ্য জানাচ্ছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
বাজে পারফর্মেন্সের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ৬ জন ক্রিকেটার।
বুধবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিসিবি প্রধান নাজমুল হাসান।
তিনি জানান, বাজে পারফর্মেন্সের কারণে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৬ জন ক্রিকেটারকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পাপন বলেন, “জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের সংখ্যা ১০জন ফাইনাল করা হয়েছে এবং সঙ্গে আমরা অস্থায়ী ভিত্তিতে তিন জনকে নেয়ার জন্য বলেছি। ওদের নাম ছিল না। ওদের নাম প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে ১৩ জনের কনট্রাক্ট করা হচ্ছে।”
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান, ইমরুল কায়েস ও সৌম্য সরকার। ছবি : সংগৃহীত
বাদ পড়া ছয় ক্রিকেটার হলেন- সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ।
২০১৭ সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ।
সংবাদমেইল২৪.কম/এসএ
Posted ৮:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ এপ্রিল ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.