বিনোদন ডেস্ক | শনিবার, ২০ নভেম্বর ২০২১ | প্রিন্ট
আনিকা কবির শখ। দীর্ঘদিনের আড়াল ভেঙে সামনে এসেছেন। সম্প্রতি একটি রেডিও স্টেশনের লাইভে অংশ নিয়েছেন এ মডেল ও অভিনেত্রী। সেখানে নানা বিষয়ে নিয়ে কথা বলেছেন। শখ বলেন, ‘মানুষের জীবনে ভালো খারাপ দুইটাই থাকে। ভালো থাকতে আমি নেতিবাচক ও বিষাক্ত মানুষদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। আমি এসব নিতে চাই না। মন-মানসিকতা নষ্ট হতে পারে এমন কিছু আমি গ্রহণ করি না।’
মডেল ও অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০২০ সালের ১২ মে ব্যবসায়ী আতিকুর রহমান জনকে বিয়ে করেন শখ। তিনি জানান, ‘মানুষকে কখনও পুরোপুরি চেনা যায় না। কারণ তারা বহুরূপী হয়। মানুষের কখনও একটা রূপ থাকে না। তারপরও যারা সঠিক মানুষটিকে খুঁজে পায়, তারা ভাগ্যবান। অনেক ভিড়ের মাঝে সেই একজনকে খুঁজে পাওয়া কঠিন। তবে দিনশেষে সঠিক মানুষটা বের হয়ে আসে। খুঁজে নিতে হয় না, চলেই আসে।’
শখ আরও বলেন, ‘জোর করে তো আসলে সম্পর্ক হয় না। একটা মানুষের সঙ্গে বোঝাপড়া না থাকলে তো জোর করে থাকা সম্ভব না। জোর করে খারাপভাবে সম্পর্ক রাখার চেয়ে সুন্দরভাবে ভেঙে যাওয়াই ভালো।’
গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো মা হয়েছেন শখ। তিনি জানান, ‘মানুষের চাহিদা যত কম, যত অল্পতে মানুষ সন্তুষ্ট হতে পারে, তত সুখ বেশি। সুখের সংজ্ঞা এটাই।’
Posted ৯:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ২০ নভেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.