
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
বড়দিনের উৎসবে বিষাক্ত মদপানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মোবারাকাবাদ এলাকায় খ্রিষ্টান সম্প্রদায়ের কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডন পত্রিকা।
মোবারাকাবাদ এলাকার একটি খ্রিষ্টান পল্লীতে বড়দিনের উৎসব উপলক্ষ্যে এই বিষাক্ত মদ পরিবেশন করা হয়েছিল বলে জানা যায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাদিম জানান, মোবারাকাবাদে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি পার্টিতে বিষাক্ত মদপানে ২১ জন মারা গেছেন এবং কমপক্ষে ৫৬ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। মদ পানের পর বমি করতে শুরু করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এই ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। মদ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৩:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.