সোমবার ২৯ মে, ২০২৩ | ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০

বিশ্বের সবচেয়ে দূষিত শহর : ৮ নম্বরে ঢাকা

অনলাইন ডেস্ক : | রবিবার, ১৪ নভেম্বর ২০২১ | প্রিন্ট  

বিশ্বের সবচেয়ে দূষিত শহর : ৮ নম্বরে ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত দশ শহরের তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ড ভিত্তিক জলবায়ু সংগঠন আইকিউএয়ার।
এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান আট নাম্বারে। সূচকে শহরটির বাতাসের মান এসেছে ১শ ৬০। জাতিসংঘের পরিবেশবিষয়ক কার্যক্রম ইউএনইপির সঙ্গেও কাজ করছে আইকিউএয়ার। তাদের প্রকাশিত তালিকা করা হয়েছে বায়ুমান সূচকের (একিউআই) ভিত্তিতে। সূচকে সর্বোচ্চ ৪৬০ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহর দিল্লি, তালিকায় অবস্থান শীর্ষে। ভারতের বাকি দুটি শহর মুম্বাই ও কলকাতার অবস্থান যথাক্রমে ৪ ও ৬ নম্বরে।
আইকিউএয়ার তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৮ নম্বরে। বায়ুমান সূচকে শহরটির স্কোর ১৬০। ৩২৮ একিউআই স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শহরের অবস্থান দিল্লির পরেই, দ্বিতীয়তে। আর ১৬৫ স্কোর নিয়ে দেশটির আরেক শহর করাচি রয়েছে পঞ্চমে।তালিকায় অন্য শহরগুলোর মধ্যে চীনের চেংদু তৃতীয়তে, বুলগেরিয়ার সোফিয়া সাতে, সার্বিয়ার বেলগ্রেদ নয়ে এবং ইন্দোনেশিয়ার শহর জাকার্তা রয়েছে ১০ নম্বরে।
একিউআই অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০–এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ বিবেচনা করা হয়। স্কোর ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘মধ্যম’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘অত্যধিক খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকলে দূষণের মাত্রা ‘মারাত্মক’ হিসেবে বিবেচনা করা হয়।
দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির বিশ্লেষণ বলছে, শহরটিতে প্রতিবছর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দূষণের মাত্রা সবচেয়ে বেশি হয়। দীপাবলি উৎসবের পর গত আট দিনের মধ্যে ছয় দিনই দিল্লির বাতাসের মান ‘মারাত্মক’ হিসেবে রেকর্ড করা হয়েছে।-ডিবিসি নিউজ

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ১০:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১৪ নভেম্বর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত