শনিবার ১০ জুন, ২০২৩ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০

বিশ্বনাথে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

সংবাদদাতা : | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

বিশ্বনাথে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নে প্রায় ৬৮ লাখ টাকা ব্যয়ে ‘আরএইচডি কুরুয়া-শ্বাসরাম মিডল রোড হতে পশ্চিমমুখী হাজী মজনু মিয়া হাউজ উত্তর পার্শ্বে সরুয়ালা কানেক্টিং সড়ক’ পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২২ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরোমের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মোকাব্বির খান।

এর আগে যুক্তরাজ্য প্রবাসী হাজী মজনু মিয়ার সভাপতিত্বে সংসদ সদস্য মোকাব্বির খানের সাথে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক বশির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী লয়লু মিয়া, সাংবাদিক নূরুল ইসলাম, মুরব্বী জিলু মিয়া। বক্তারা বিশ্বনাথ হতে কুরুয়া আরএইচডি সড়কের অবশিষ্ট ৩শত মিটার সড়ক পাকাকরণের জন্যে সংসদ সদস্যের কাছে দাবি জানান।


এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মনোহর আলী, সাবেক ইউপি সদস্য আফরুজুল হক, মুরব্বী মাহমদ আলী, শুকুর আলী, হারুন মিয়া, সুরুজ আলী, গুলজার মিয়া, লাল মিয়া, খলকু মিয়া, সিরন মিয়া, বদরুল ইসলাম, ফারুক আহমদ, ইরন মিয়া, শামসুদ্দিন হাওলাদার, বাবুল মিয়া, সংসদ সদস্যের পিএস কয়েছ আহমদ, এপিএস অসিত রঞ্জন দেব, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কছির আলী, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, সংগঠক সেবুল মিয়া, শারন মিয়া, আরিফ আহমদ, এনাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, আফজাল হোসেন, আনিছ মিয়া প্রমুখ।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৯:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত