
বিশ্বনাথ প্রতিনিধি :: | বুধবার, ১৭ নভেম্বর ২০২১ | প্রিন্ট
বিশ্বনাথে এনামুল হক (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের ইসাক আলীর ছেলে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে নিজ বাড়ির মূল সড়ক থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, রাতের যেকোনো সময় তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখা হয়েছে।
নিহতের ছোট ভাই নাজমুল হক সাংবাদিকদের জানান, এনামুল হক পেশায় গাড়িচালক ছিলেন। তবে, দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে বসবাস করছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার ভোরে বাড়ির এক গজের মধ্যে মূল সড়কে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।
স্থানীয় একটি সূত্র জানায়, অনেকদিন ধরে কর্মহীন থাকায় মাদকের সাথে জড়িয়ে পড়েছিলেন নিহত এনাম। তিনি ইয়াবা সেবন ও বিক্রির সাথে জড়িত ছিলেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, ‘লাশের মাথা ও মুখে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা শোনেছি, নিহত যুবক ইয়াবা সেবন ও বিক্রির সাথে জড়িত ছিলেন। পুলিশ এই হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে।’
Posted ৩:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১৭ নভেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.