
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | প্রিন্ট
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন টাইগার অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তাই বিশ্বকাপগামী দলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
স্বাভাবিকভাবেই সংসদ সদস্যের দায়িত্ব পালন করতে হয় মাশরাফিকে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে নড়াইল জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় মাশরাফি বলেন, আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলতে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারি।
জানা গেছে, বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবেন টাইগাররা। তাতেও দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি। দুই টুর্নামেন্টের জন্যই সবার কাছে দোয়া চেয়েছেন ম্যাশ।
Posted ২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.