
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৪ জুন ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায়কে জেলা গোয়েন্দা শাখার ওসি পদে বদলী করা হয়েছে।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার গত ২১ জুন তাকে জেলার উক্ত পদে বদলীর আদেশ প্রদান করেন। তিনি ওসি জহিরের স্থলাবিশিক্ত হলেন।
বিনয় ভূষন রায় পড়াশুনা শেষ করে ২০০৫ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এবং বিভিন্ন সময়ে গোলাপগঞ্জ, ছাতক, কানাইঘাট, বড়লেখা ও সর্বশেষ জৈন্তাপুর থানায় দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে ২০১৬ সালে ১ আগস্ট কুলাউড়া থানায় ওসি (তদন্ত) পদে যোগদান করেন। তিনি এর আগে ২০১৩-১৪ সালে কুলাউড়া থানায় সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করেন।
তিনি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় বিভিন্ন সময়ে জেলা ও বিভাগীয় পর্যায় সেরা পুলিশ অফিসারের এওয়ার্ড পান।
এদিকে চলতি বছর ১০ ফেব্রুয়ারী চৌকস পুলিশ অফিসার হিসাবে বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ পদক লাভ করেন।
হবিগঞ্জ জেলার লাখাই থানার প্রফেসর বিজয় কৃষ্ণ রায়ের পুত্র বিনয় ভূষন রায় বিবাহিত জীবনে ২ মেয়ে সন্তানের জনক।
তিনি দায়িত্ব পালন কালে স্থানীয় মৌলভীবাজার জেলার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তিনি বলেন সবার সহযোগিতা নিয়ে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে চান।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ জুন ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.