
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৪ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
বিনা বিচারে দেড় যুগ ধরে কারাগারে বন্দি থাকা চারজনের মধ্যে তিনজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে আদালত ওই তিনজনের মামলা ৯০ দিনের মধ্যে এবং অপর একজনের মামলা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
(০৪ ডিসেম্বর) রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ হাইকোর্টের নির্দেশে চার জনকে কারাগার থেকে আদালতে হাজির করার পর এ আদেশ দেন।
জামিনের অপেক্ষায় প্রায় দেড় যুগ ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ওই চার জন হচ্ছেন, চাঁন মিয়া, মকবুল, সেন্টু ও বিল্লাল। এদের মধ্যে চাঁন মিয়া ছাড়া বাকি তিনজনকে জামিন দেওয়া হয়েছে।
একটি বেসরকারি টিভি চ্যানেলে ওই চারজনকে নিয়ে প্রতিবেদন প্রচার হওয়ার পর ২০ নভেম্বর প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা।
সংবাদমেইল২৪.কম/ই এ/এনএস
Posted ২:৩৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.