
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ফাইল ফটো
ঢাকা: নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে ভবনগুলোতে লিফটের পরিবর্তে এস্কেলেটর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।
এ ব্যাপারে সতর্ক থাকতে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারকে সজাগ থাকতে বলেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ নির্দেশ দেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভাটি অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা বলেন, ‘‘এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবন বহুতল করা হচ্ছে। এসব ভবনে লিফট না রেখে এস্কেলেটর স্থাপন করা ভালো। এতে ছেলে-মেয়েদের চলাচল স্বাভাবিক হয়।’’
এসময় তিনি এস্কেলেটরগুলো যাতে লোডশেডিংয়ের সময়ে চলে তার জন্য বিকল্প পাওয়ার ব্যবস্থা রাখার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী একই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানে আগুন নেভানোর ব্যবস্থা রাখারও নির্দেশ দেন। তিনি বলেন, ‘‘সাবধানতার জন্য এই ব্যবস্থা রাখতে হবে।’’
এদিকে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন করার সময় টানা বারান্দা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘‘বিদ্যালয় উন্নয়নের ক্ষেত্রে এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাতে যাওয়া যায় সেজন্য টানা বারান্দা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’’
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৬:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.