শনিবার ৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ১৫ আশ্বিন, ১৪৩০

বিদেশি সুবিধা নিতে মিথ্যা বলছেন সিনহা: আইনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০২ অক্টোবর ২০১৮ | প্রিন্ট  

বিদেশি সুবিধা নিতে মিথ্যা বলছেন সিনহা: আইনমন্ত্রী

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বিদেশি সুবিধা (রাজনৈতিক আশ্রয়) পাওয়ার জন্য মিথ্যা কথা বলছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, “ঘটনা সত্য হলে তিনি দেশেই কথা বলতেন। এখন বিদেশি সুবিধা (রাজনৈতিক আশ্রয়) পাওয়ার জন্য তিনি এসব কথা বলছেন।”


মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত জেলা সরকারি আইন সহায়তা কেন্দ্র লিগ্যাল এইড অফিসে সফটওয়ার ও মোবাইল অ্যাপস চালুর-সংক্রান্ত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসকে সিনহাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা জানাতে চাইলে মন্ত্রী বলেন, “বিচারপতি সিনহার বিষয়ে দুদকে মামলা হয়েছে। সেই বিচারাধীন বিষয়ে আমার কোনো মন্তব্য নাই।”


তবে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা হতাশা থেকে বই লিখেছেন বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদকদের বৈঠকে যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা আগামী মন্ত্রী পরিষদে উত্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে ২৮টি জেলা (আইন সহায়তা কেন্দ্র) লিগ্যাল এইড অফিসকে মোবাইল এবং ল্যাপটপ দেওয়া হয়।


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৯:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ অক্টোবর ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত