এস এ কাওছার:- | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট
বিজয় তুমি লাখ শহীদের,
রক্ত মাখা প্রান
ওরা মুখে বলে,
বাস্তবে করে অপমান।
বিজয় তুমি বাংলার,
সোনালী ফসল-সরষে ফুলের ঘ্রাণ
পুস্ততকে পড়েছি,
বাস্তবে নেই কৃষকের কোন সম্মান।
বিজয় তুমি গণতন্ত্রের হাসি,
সত্য কথা বললে জেল না ফাঁসি।
মনবতা আজ হারিয়ে যাচ্ছে,
মানুষগুলো পথা হারাচ্ছে।
আবার বিজয় আসুক সকলের তরে
বঙ্গকন্যার হাত ধরে;
যাক ছড়িয়ে সুখের আবেশ
সব মানুষের ঘরে ঘরে।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.