
হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
হবিগঞ্জ: অবৈধ গাড়ি ও টমটম চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে।
মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।
এর আগে শনিবার রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ধর্মঘটের ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। বিভিন্ন উপজেলায় চাকরিরত ব্যক্তিদের বিকল্প ব্যবস্থায় কর্মস্থলে যেতে হয়েছে।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক এক্য পরিষদের সদস্য সচিব শঙ্খ শুভ্র রায় জানান, হবিগঞ্জ মহাসড়কসহ সকল সড়কে অবৈধ টমটম চলাচল বন্ধের ব্যাপারে ইতোমধ্যে তারা জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন। এমনকি তারা একটি আল্টিমেটামও দিয়েছেন। কিন্তু কাজ হয়নি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।
সংবাদমেইল২৪.কম/জেএইচ/এনএস
Posted ১১:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.