
অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ | প্রিন্ট
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কর্মসূচী দিয়েছে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্যরা। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ কর্মসূচীর কথা জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগামী ২৬ নবেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্যদের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে। যথাসময়ে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণের জন্য বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্যদের জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। দল সমর্থিত সাবেক সংসদ সদস্যরা এই প্রথম কোন কর্মসূচীতে মাঠে নামছেন। -বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Posted ১০:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.