সবকিছু গুছিয়ে নিয়ে বড় কর্মসূচি দিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ধারাবাহিকভাবে সেসব কর্মসূচি ঘোষণা করা হবে। এর অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে দুই সপ্তাহের ধারাবাহিক কর্মসূচির তারিখও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।
জানা গেছে এসব কর্মসূচির মধ্যে রয়েছে- ঘরোয়া সমাবেশ ও ভার্চুয়ালি সভা, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং আলোচনা, সেমিনার। লক্ষ্য- নানা কর্মসূচির মাধ্যমে চাপ সৃষ্টি করে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন আদায় করা। এ লক্ষ্যে আগামী ১ অক্টোবর নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা সভার আয়োজন করবে দলটি। গত ২৫ সেপ্টেম্বর শনিবারের স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।