
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) এর নির্বাচন ২০১৭ সম্পন্ন্ হয়েছে।
আজ সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। মোট ১০৩ জন ভোটারের মধ্যে সব কটি ভোট প্রদাণ করেছেন ভোটার না। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. ফজলুল হক ফজলু ৬২টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম পার্থী মো. সাইফুল ইসলাম ৪১টি ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রেস ক্লাব কুলাউড়ার সদস্য, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের যুগ্ম সম্পাদক, সাংবাদিক মো. তাজুল ইসলাম ৬৩টি ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম পার্থী মো. সামছ উদ্দিন ৪০টি ভোট পেয়েছেন।
ভোট গ্রহণের সময় পরিদর্শন করেন কুলাউড়া উপজেরা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রেনু, রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. মমদুদ হোসেন, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম. এ রহমান আতিক, পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নবাব আলী বাখর খান, টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো, আব্দুল মালিক, বড়লেখা উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান বিমল দাস প্রমূখ।
নির্বাচনের সার্বিক তত্ত্বাবদানে ছিলেন, মৌলভীবাজার সমবায়ের উপ-পরিচালক জাফর আহমদ সামছ উদ্দিন উপজেরা সমবায় অফিসার মো. ছালিক ভূইয়া, উপজেলা (বিআরডিবি) প্রকল্প অফিসার আফলাতুন চৌধুরী, জুনিয়র অফিসার মিন্টু দাস।
সংবাদমেইল/জেএইচজে
Posted ৫:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.