সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
সিলেট: প্রক্সি দিয়ে হত্যা মামলায় সাজাভোগের বাস্তব ‘আয়নাবাজির’ ঘটনা ঘটেছে সিলেটে।
ঘটনার নায়ক রিপন আহমদ ভুট্টোসহ চারজনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে হত্যা মামলা থেকে তাকে অব্যাহতি দেয়ার আদেশ দেয়া হয়েছে।
রোববার বিকেলে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মনির আহমদ এ আদেশ দেন।
প্রতারণা মামলার জন্য অভিযুক্তরা হলেন- টাকার লোভে স্বেচ্ছায় বদলী সাজা ভোগকারী রিপন আহমদ ভুট্টো, আইনজীবী শাহ আলম, শিক্ষানবীশ আইনজীবী ও মূল আসামী ইকবাল হোসেন বকুলের ভাই শামীম আহমেদ এবং বিআরটিএ কার্যালয়ের দালাল লিয়াকত হোসেন।
আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানান, টাকার বিনিময়ে জেলে যাওয়ায় বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় ভুট্টোসহ চারজনের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। তবে ভুট্টো যে হত্যা মামলায় প্রক্সি দিয়ে কারাগারে রয়েছেন সে মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চানপুর গ্রামের আলী আকবর সুমন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সেজে জেল খাটছেন ভুট্টো। মূল সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন বকুল বর্তমানে সৌদি আরবে পালিয়ে রয়েছেন।
সংবাদেমইল২৪.কম/জেএ/এনএস
Posted ৯:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.