বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭ | প্রিন্ট
বাল্যবিয়ে মুক্ত কুলাউড়া ও বড়লেখা উপজেলায় সংঘটিত বাল্যবিয়ের ঘটনা নিয়ে চলছে নাটকীয়তা। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের ২০ দিন অতিবাহিত হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। উল্টো একটি নোটিশ করতে প্রশাসনের ২০ দিন অতিবাহিত হয়েছে। কুলাউড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন যিনি বড়লেখা উপজেলারও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি জানান, কুলাউড়া উপজেলায় বরের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারকে অভিযুক্তকে নিয়ে হাজির হওয়ার জন্য বলেছিলাম। কিন্তু সে হাজির হয়নি। বুধবার ১৮ই অক্টোবর মেম্বারকে লিখিত নোটিশ করা হবে। তাছাড়া বড়লেখায় কনের বাড়িতে মহিলা বিষয়ক অফিসের লোকজন গিয়ে কোনো মানুষকে পায়নি। বড়লেখার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আলোচনাক্রমে ব্যবস্থা নেয়া হবে। একটি বাল্যবিয়ে নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা উপজেলায় প্রায় একমাস থেকে তোলপাড় চলছে। নোটারি পাবলিকের মাধ্যমে গত ৩০শে আগস্ট এফিডেভিটের মাধ্যমে ওই বিয়ে সম্পন্ন হয়। কিন্তু নোটারি পাবলিকের কাছে কনের দেয়া তথ্যগুলোর সঙ্গে বাস্তবে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
Posted ১:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.