
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | রবিবার, ২২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: বান্ধবীর দায়ের করা মামলায় রোববার সকালে জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে রাজধানীর আমিন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মীর জামাল উদ্দিন। তিনি জানান, সাইবার অপরাধ দমন আইনে দায়ের করা মামলায় ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করা হয়েছে। নাসরিন সুলতানা নামে সানির এক বান্ধবী গত সপ্তাহে মামলাটি করেন। এখন সানিকে আদালতে পাঠানোর তোড়জোড় চলছে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, “আমরা বিষয়টি দেখছি।”
আরাফাত সানি ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হওয়ার পর দেশের হয়ে ১৬টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেন। গত বছরের মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন এই বাঁহাতি স্পিনার। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় দল থেকে ছিটকে যেতে হয়েছিল তাকে।
সংবাদমেইল২৪.কম/ইএ/এনএস
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.