আই-টেক ডেস্ক,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
বাংলাদেশে নোকিয়া ফোনের কদর অনেক বেশি ছিল। কিন্তু হঠাৎ করে কোম্পানির হাত বদল হওয়াতে বাজার হারিয়েছে নোকিয়া। তবে নোকিয়া প্রেমিকদের জন্য সুখবর নিয়ে আসছে নোকিয়া সিক্স স্মার্টফোন।
ফোনটির আয়তন- ১৫৪ x ৭৫.৮০ x ৭.৮৫ (মিলিমিটার) ওজন – ১৬৭ গ্রাম। স্ক্রিন – ৫.৫০ ইঞ্চি, রেজুলেশন – ১০৮০ x ১৯২০ পিক্সেল। র্যাম – ৪ জিবি। রেয়ার ক্যামেরা – ১৬ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা – ৮ মেগা পিক্সেল, ফ্ল্যাশ রয়েছে। ইন্টার্নাল মেমরি – ৬৪ জিবি, অতিরিক্ত মেমরি – ১২৮ জিবি। প্রসেসর – ১.১ গিগা হার্টজ অক্টা-কোর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর। অ্যান্ড্রয়েড ৭.০। ডুয়েল সিম, জিএসএম এবং সিডিএমএ, থ্রিজি এবং ফোর জি বা এলটিই (লং-টার্ম ইভোলিউশন)।
চীনের বাজারে ফোনটি ছাড়া হয়েছে। শিগগিরই দেশের বাজারে এ ফান পাওয়া যাবে বলে জানা গেছে।
চীনের সঙ্গে বাংলাদেশের বাজারের তুলনা করলে বলা যায়, এ ফোনের দাম হতে পারে ১৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। তবে কোম্পানির পলিসি অনুযায়ী দাম আরও কম হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.