
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০১৭ | প্রিন্ট
২০১৭-১৮ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এলএলবি (অনার্স) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়(বাউবি) ।
ড. মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি ফরম বিতরণ ও জমা দেওয়ার তারিখ ১৬ অক্টোবর থেকে ১৫ ডিসেম্ব পর্যন্ত । ভর্তি ফরম পাওয়া যাবে বাউবি’র ওয়েবসাইট www.bou.edu.bd অথবা ঢাকা আঞ্চলিক কেন্দ্র (৪/ক গভঃ ল্যাবরেটরি স্কুল রোড়, ৩য় তলা, কক্ষ নং ৩০৫, ধানমন্ডি, ঢাকা-১২০৫ ) থেকে সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।
ভর্তি পরীক্ষা শুরু হবে ২০১৮ খ্রিস্টাব্দের ৫ই জানুয়ারি সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার স্থান ২ জানুয়ারির পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ৮ জানুয়ারি। মৌখিক পরীক্ষা ১৯ ও ২০ জানুয়ারি। ২২ জানুয়ারি থেকে ভর্তি শুরু হয়ে শেষ হবে ৯ ফেব্রুয়ারি।
Posted ১:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.