
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
ফাইল ফটো
ঢাকা: ধর্মকে বাঙালি জাতীয়তায় বিভক্তি তৈরি করতে দেয়া হবে না বলে মন্তব্য প্র করেছেন ধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
একই সঙ্গে তিনি বাংলা ভাষা ও দেশের ইতিহাস ঐতিহ্যকে ওপরে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।
জয় বলেন, “সবার আগে ও চিরন্তন সত্য আমরা বাঙালি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা মিলে আমরা বাঙালি।”
সজীব ওয়াজেদ জয় স্ট্যাটাসের শুরুতে ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মরণ করেন। তিনি বলেন, “তাদের এই ত্যাগ আমাদের স্বাধীনতার দিকে নিয়ে গেছে। তাই এই দিনে আসুন, আমরা ভাষা ও ঐতিহ্য রক্ষা করি।”
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৫:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.