
শ্রীমঙ্গল প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট
দেশের চা বাগানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বাষিকী (২০১০-২০২২) অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে মাহবুব রেজা ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিবসহ একই প্যানেলে ৭জন নির্বাচিত হয়েছেন।
রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহনের মাধ্যমে দেশের চা শিল্পাঞ্চলের সিলেট ও চট্টগ্রামের ১২ টি অঞ্চলে আঞ্চলিক কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটি নির্বাচনে সিলেট ও চট্টগ্রামে মোট ১২ টি কেন্দ্রের মাধ্যমে ২৫১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মো: জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক পদে আহমদ হোসেন চৌধুরী ও অন্য প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি মো: মাহবুবু রেজা ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমানসহ দুুটি প্যানেলে ৯টি পদে ১৮ জন ছাড়াও একক ভাবে বিভিন্ন পদে মোট ২২জন প্রতিন্দ্বন্ধিতা করেন।
অন্যান্যপদে বিজয়ীরা হলেন সহসভাপতি পদে এ এইচ ভূঁইয়া ও দেলোয়ার হোসেন,সহ সাধারণ সম্পাদক,সঞ্জয় কান্তি ভট্টাচার্য্য,সাংগঠনিক সম্পাদক অঞ্জন গোস্বামী,কোষাধ্যক্ষ আমিনুর রহমান, প্রচার,সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক শফিউল আলম শাহীন ও শিক্ষা,গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মিছবাউর রশিদ খাঁন নির্বাচিত হয়েছেন।
Posted ৮:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.