ক্রীড়া প্রতিবেদক,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭ | প্রিন্ট
আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজ। এই সিরিজে বাংলাদেশ দলের আতঙ্ক হয়ে উঠতে পারেন প্রোটিয়া লেগ-স্পিনার ইমরান তাহির।তবে সম্প্রতি এক আলোচনায় ইমরান তাহির বাংলাদেশকে সমীহই করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের পারফরমেন্সের কথা তুলে ধরে তাহির জানান, বাংলাদেশ মোটেও সহজ দল নয়। বাংলাদেশ দলকে কঠিন প্রতিপক্ষই মানছেন।
তাহির বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে তারা নিজেদের প্রমাণ করেছে। ওরা সেমিফাইনালে উঠেছে। সহজ দল তারা নয়।‘
১৫ অক্টোবর প্রথম ওয়ানডে ম্যাচে বেশি চাপে থাকবে বাংলাদেশই। তবে কম চাপ থাকবে না দক্ষিণ আফ্রিকার উপরও। চাপ জয় করতে নিজেদের ঠিকভাবে প্রস্তুত হওয়া ও কঠোর পরিশ্রমের উপর জোর দিলেন তাহির।
তিনি বলেন, ‘আমাদের নিজেদের সেভাবে তৈরি করতে হবে। এটা একটা আন্তর্জাতিক ম্যাচ। কঠোর পরিশ্রম করতে হবে। যেভাবে আমরা খেলি, সেভাবে খেলতে হবে।‘
সাম্প্রতিক সময়ে বেশ দুর্দান্ত ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যা প্রতিপক্ষ যেকোনো দলের জন্যই ভীতিকর। তাহির জানালেন, বিগত ২-৩ বছরের পারফরমেন্স ধরে রেখে বাংলাদেশকে হারাতে চান তারা- ‘গত দু-তিন বছর আমরা যেভাবে খেলছি, সেভাবে খেললে অবশ্যই আমরা যেকোনো দলকে হারাতে পারব।’
একটি আন্তর্জাতিক দলের বিপক্ষে জয়লাভ করা তাহিরের দৃষ্টিতে মোটেও সহজ কোনো কাজ নয়। আর তাই বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলেই জয় ছিনিয়ে নিতে চান তিনি।
তাহির বলেন, ‘আমরা জিততে চাই। তবে একটা আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলছি। কাজটা মোটেও সহজ নয় যে এলাম, হাত ঘুরালাম আর ওদের হারিয়ে দিলাম। এটার জন্য আমাদের তৈরি থাকতে হবে, জয়ের জন্য দুর্দান্ত খেলতে হবে।’
দক্ষিণ আফ্রিকা সফরে থাকা বাংলাদেশের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচেও হেরেছে টাইগাররা। তবে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবালের ছোঁয়ায় ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় রয়েছে দল।
সংবাদমেইল২৪/জেএইচজে
Posted ১২:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.