
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি অ্যাড. মোল্লা মোহাম্মদ আবু কাওছার বলেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্রমুক্ত, জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়ার কাজ চলছে। আমাদের দেশে দারিদ্র অসহায় মানুষের দেখা মিলবে না। বর্তমানে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বুকে উন্নয়নের এক রোল মডেল। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন তার বাস্তবায়ন শীঘ্রই হতে যাচ্ছে।
তিনি ‘স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি সুশৃঙ্খল ধারায় প্রবাহিত হয়ে আসছে। ইউনিয়ন পর্যায়ে প্রত্যেক মানুষের সুসম্পর্ক গড়ে তুলুন। অতীতে যারা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে যারা এসেছেন তারা ছাত্রলীগের রাজনীতি করে এখানে এসেছেন। আগামীতেও নেতৃত্বে ছাত্রলীগ থেকে আসা নেতা কর্মীদের মূল্যায়ন করা হবে।’
কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
(১৯ নভেম্বর) শনিবার বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজমুল হক।
সম্মেলনের প্রথম অধিবেশনে কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আজয় দাসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হোসেন মনসুরের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মাইনুদ্দিন মঈন, সিলেট জেলা সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিন্টু, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক শাহজাহান মানিক,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল আহমদ, অ্যাড.কামাল আহমদ,আব্দুল লতিফ নুতন, অ্যাড.ফখরুল ইসলাম, অ্যাড. বেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মো. জয়নাল আবেদীন, শফিউল আলম উজ্জ্বল,ব্রহ্মনবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঈন উদ্দিন,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ প্রমুখ ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফুজায়েল আহমদ।
সম্মেলনের শুরুতে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাংগঠনিক সম্পাদ কে ফুল দিয়ে বরণ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা ।
উল্লেখ্য, সম্মেলন শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্ভাব্য সভাপতি- সম্পাদক পদপ্রত্যাশীদের নামের তালিকা নেয়া হয়েছে। খুব শীগ্রই দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৯:০৮ অপরাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.