শুক্রবার ৩১ মার্চ, ২০২৩ | ১৭ চৈত্র, ১৪২৯

বস্তুনিষ্ট সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম: কুলাউড়ায় মাহফুজ আদনান

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট  

বস্তুনিষ্ট সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম: কুলাউড়ায় মাহফুজ আদনান

দেশে সফরকালে সহকর্মীদের টানে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ আদনান কুলাউড়ার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

(৮ ফেব্রুয়ারী) শনিবার দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে স্বুনাম অর্জনকারী গনমাধ্যমকর্মী মতবিনিময় সভায় সাংবাদিক মাহফুজ আদনান তাঁর বক্তব্যে বলেন, এখন দেশ অনেক এগিয়ে গেছে। সবার হাতে হাতে স্মার্ট ফোনের মাধ্যমে ব্যবহার করছেন ইন্টারনেট।


এছাড়াও বিদ্যুৎ, রাস্তা-ঘাটসহ দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় বদলে গেছে সাংবাদিকতার ধরনও। মানুষের হাতে হাতে স্মার্ট ফোন থাকায় সাধারণ জনগনের এখন অনলাইন সংবাদের প্রতি আগ্রহ বেড়েছে । তাৎক্ষনিক সংবাদ পেতে সাধারণ জনগনের কাছে পত্রিকার চেয়ে অনলাইনের সংবাদ পৌঁছে যাচ্ছে দ্রুত। তাই বস্তুনিষ্ট সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। পাশাপাশি তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, প্রেসক্লাব কুলাউড়ার সহ সভাপতি মানুজুরুল হক, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মুক্তাদির হোসেন, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক মিন্টু দেশোয়ারা, সাংবাদিক সমিতির সিনিঃ সহ সভাপতি আলাউদ্দিন কবির, সহ সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, নির্বাহী সদস্য এস আলম সুমন, কালের কন্ঠ কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, টাইমস টিভির বিশেষ প্রতিনিধি তারেক হাসান, অনলাইন গণমাধ্যম কুলাউড়া সংবাদের সহ সম্পাদক ইমদাদুল ইসলাম, অনলাইন পোর্টাল জিবি বার্তার নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম জুয়েল, অনলাইন গণমাধ্যম নতুন সংবাদের বার্তা সম্পাদক আল ফেরদাউস প্রমূখ।


এছাড়াও উপস্থিত ছিলেন জাসদ ছাত্রলীগ নেতা রাহাত সারওয়ার জনি, সাবেক ছাত্রনেতা সারওয়ার আলম সিপন।

উল্লেখ্য, কুলাউড়ার কৃতি সন্তান মাহফুজ আদনান ইংরেজি দৈনিক নিউনেশনের সাবেক সিলেট প্রতিনিধি, বাংলাদেশ বেতার সিলেটের সংবাদ অনুবাদক, সিলেট প্রেসক্লাবের সাবেক সদস্য পদে দায়িত্বপালন করেছেন। বর্তমানে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতির দায়িত্বপালনের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করে দেশের বাহিরে বাংলাদেশের স্বু-নাম অর্জনে ভূমিকা রাখছেন।


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১০:২৫ অপরাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত