
স্টাফ রিপোর্টার।সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: ঘূর্ণিঝড় নাডার প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল বোর্ডের জেএসসি এবং মাদরাসা বোর্ডের জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আন্তঃশিক্ষা সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান শনিবার রাতে এ তথ্য জানান।
তিনি বলেন, “জেএসসির বরিশাল বোর্ডের রোববারের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ১২ নভেম্বর একই সময়ে নেয়া হবে। আর জেডিসির এদিনের ইংরেজি দ্বিতীয় প্রথমপত্রের পরীক্ষা নেয়া হবে ১৯ ফেব্রুয়ারি।”
এদিকে, ঘূর্ণিঝড় নাডার কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপটি রোববার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ১১:১০ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.