স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৬ আগস্ট ২০১৮ | প্রিন্ট
বরমচাল মহলাল ১ কিলো মিটার থেকে একটু বেশি দির্ঘ রাস্তা। সেই কবে এক বার রিপিয়ারিং করা হয়েছিল তা বলা মুশকিল। এই গ্রামের মধ্যভাগ দিয়েই একটি মাত্র রাস্তা যা পুরো এলাকাকে যাতায়াত করার মাধ্যম হিসেবে সবাই ব্যাবহার করে আসছে।
অথচ কাজ এই বুঝি হচ্ছে হচ্ছে বলে একেক করে অনেক বছর চলে গেল। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ইতি মধ্যে এই রাস্তাটির অনেক স্থানে বড় বড় গর্ত ও অনেক জায়গায় বিটুমিন ও পাথর একেবারে ঊঠে গিয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তার এসব গর্তে পানি ভরে গিয়ে যান চলাচল ও লোকজনের ব্যাগাত সৃষ্টি হয়।
রাতের বেলায় অনেক সময় বৃষ্টির পানি ভর্তি গর্তে বাধাপ্রাপ্ত হয়ে অনেক সাইকেল রিস্কা,অটোরিকশা রাস্তার নাচে পড়ে গিয়ে সমস্যা সৃষ্টী করে।
স্কুল কলেজে গামী ছাত্রছাত্রীরা এ রাস্তা দিয়ে যাতায়াত করার সময় গাড়ির কাদা তাদের সাদা পোশাককে নোংরা করে দেয়। এলাকার অনেকের দাবি যত দ্রত সম্ভব এ রাস্তাটি মেরামত করে লোকজন ও যান চলাচল করার সুযোগ করে দেয়া হয়।
এ বিষয়ে রাস্তা সংস্কারক কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী জুরদাবি জানাচ্ছে।
Posted ১:১০ অপরাহ্ণ | রবিবার, ২৬ আগস্ট ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.