
জসীম চৌধুরী,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
দীর্ঘস্থায়ী বন্যাকবলিত এলাকার পানিবন্দি ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাড়িয়েছে যুক্তরাষ্ট্রস্থ ‘মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’।
প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে ওইসব অসহায় পরিবারের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে জেলার তিনটি ইউনিয়নের দারিদ্রদের মুখে হাঁসি ফুঠিয়েছে।
(১৯ সেপ্টেম্বর) সোমবার দুপুরে প্রবাসীদের বৃহৎ সংগঠনের উদ্যোগে জেলার আখাইকুড়া ইউনিয়নের নতুন ব্রিজ সংলগ্ন বাজারে অসহায় বন্যার্ত মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে এ ত্রাণ বিতরণ করা হয়।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও মুজিবুর রহমান জসনুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল্লাহ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মো. ফিরোজ,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু, পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, রাজনীতিবিদ ডা. আব্দুল আহাদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান সজল, জেলা জাতীয় পার্টির সভাপতি শাহাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা এম এ রহিম (সিআইপি), মৌলভীবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনখার আহমদ, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান, মৌলভীবাজার বাস মালিক সমিতির সভাপতি হাজী ইকবাল, আখাইলকুড়া ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ, আমেরিকা প্রবাসী নিয়াজ উদ্দিন চৌধুরী, আখাইলকুড়া বাজার কমিটির সভাপতি তজম উদ্দিন আহমদ, রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাংবাদিক মোক্তাদির হোসেন, স্থানীয় ব্যবসায়ী আবু হোসেন বাবু।
ত্রান বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী,ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডে ও দৈনিক আমাদের অর্থনীতি কুলাউড়া প্রতিনিধি শাকির আহমদ, দৈনিক নতুন দিন প্রতিনিধি সুমন আহমদ, অনলাইন গণমাধ্যম ইত্যাদি নিউজের বার্তা সম্পাদক এসএইচ সৈকত, ডেইলী বিডি মেইলের ক্রীড়া সম্পাদক আমীন জাহান প্রমুখ।
সংবাদমেইল/জেসি/এনআই
Posted ১০:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.