স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০১৭ | প্রিন্ট
বনানীর রেইন ট্রি হোটেলে জন্ম দিনের অনষ্ঠানে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই আবারো আরেক তরুণীকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত যুবক বাহাউদ্দিন ইভান (২৮) এক ব্যবসায়ীর ছেলে। বাবার নাম বোরহানউদ্দিন। বনানীতে এই ব্যবসায়ীর একটি বিপণি বিতান রয়েছে বলে জানা গেছে।
ধর্ষিতা তরুণী একজন টিভি অভিনেত্রী।
এ ঘটনায় বুধবার মামলা দায়ের হলে ওই যুবককে ধরতে অভিযানে নামে পুলিশ।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন এ তথ্য জানিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, মঙ্গলবার রাতে ইভান বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে তার পরিচিত এক তরুণীকে ধর্ষণ করেন।
এজাহার সূত্রে জানা যায়, ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে যান। ওই যুবক তার মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়ার কথা বলেছিলেন।
সন্ধ্যার পর তরুণীটি ইভানের বাসায় এসে দেখেন কেউ নেই। এর পর তাকে আটকে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে রাত ৩টার দিকে বাসা থেকে বের করে দেন।
ইভান তরুণীর মোবাইল ফোনটিও রেখে দেন বলে অভিযোগ করা হয়। ভোরে থানায় গিয়ে ঘটনাটি জানান ওই তরুণী। পরে স্বজনদের সঙ্গে আলোচনা করে মামলা করেন।
অভিযুক্ত যুবক বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ধর্ষিত তরুণীকে বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। বৃহস্পতিবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে।
উল্লেখ্য, তিন মাস আগে দুই তরুণীকে বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদমেইল২৪.কম/এসএএস/এনআই
Posted ১০:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.