
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
কক্সবাজারের টেকনাফে ৮ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৩ নাগরিক ও ১ বাংলাদেশিসহ চারজনকে মাছ ধরার ট্রলার থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন ইয়াবাসহ তাদেরকে আটক করেন।
আটকরা হলেন- মিয়ানমারের মংডু হাসসুরাতার আবুশ বশরের ছেলে হাফিজুল্লাহ (২৪), বুসিডং কিতারবিলের নজু মিয়ার ছেলে মো. জামিল (২৪), নারি বিলের মৃত হোছনের ছেলে বদি আলম (৪৫), টেকনাফ উপজেলার ধুমপাড়ার মৃত সোবহান হাওলাদারের ছেলে মো. আলী (৪৫)।
র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত থেকে তারা শাহপরীর দ্বীপের সমুদ্র এলাকায় অভিযান শুরু করেন। অভিযানের একপর্যায়ে ভোরে মাছ ধরার একটি ট্রলারে তারা তল্লাশি চালায়।
ট্রলারে মাছ রাখার বাক্সে ৮ লাখ ইয়াবা পাওয়া যায়। এসময় ট্রলারে থাকা ৪ জনকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হবে। সংবাদমেইল২৪.কম/এনএই
Posted ১:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.