
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও বঙ্গভবনে প্রবেশের পাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে তিনি কোনো বাধা ছাড়াই বঙ্গভবনে প্রবেশ করেছেন।
রোববার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে গেছেন খালেদা জিয়া। তিনি বিএনপির ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃতত্ব দিচ্ছেন।
অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বঙ্গভবনে যাবেন বলে জানা গেলেও তাকে দেখা যায়নি।
এর আগেও রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে খালেদা জিয়ার সঙ্গে চীনা প্রেসিডেন্টের বৈঠকে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই অংশ নিয়েছিলেন শিমুল বিশ্বাস। পুলিশের সামনে দিয়ে বৈঠকে অংশ নিলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
সংবাদমেইল২৪.কম/আরআর/এসজে/এসএ
Posted ৬:০৬ অপরাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.