বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৫ মার্চ ২০১৮ | প্রিন্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে কুলাউড়ার আহনাফ হক আফিফ। আফিফ নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। সে ২০১৭ সালে পিএসসি পরীক্ষায় কুলাউড়া উপজেলায় সর্বোচ্চ নম্বর ৫৭৯ পেয়ে মেধা তালিকায় প্রথম হয়েছিল। তার পিতা ফজলুল হক কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরিচালক।
উল্লখ্য, গত ২২ মার্চ মৌলভীবাজার শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব-২০১৮ উপলক্ষে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিষয় ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও শিশু চিত্রাঙ্কান। আফিফ বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করেছে।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিশিষ্ট লোকগবেষক মাহফুজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ এমদাদুল হক মিন্টু, নাট্য অভিনেত্রী জ্যোতি সিনহা।
Posted ৭:২০ অপরাহ্ণ | রবিবার, ২৫ মার্চ ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.