ঢাকা: গাজীপুরে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে বৃহস্পতিবার বিকালে আলোচনা সভায়
প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন বঙ্গবন্ধু কী চাইতেন তাজউদ্দীন আহমদ তা পরিপূর্ণ বুঝতে পারতেন।
বঙ্গবন্ধুর চিন্তাচেতনা তাজউদ্দীন সম্পূর্ণভাবে ধারণ করতেন। তাজউদ্দীন বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেন নাই। ৩ নভেম্বর জেলখানায় গিয়েও তিনি প্রমাণ করে গেছেন, তিনি মির জাফরের বংশধর নন।” জিয়াউর রহমান সম্পর্কে তিনি বলেন, ”মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান মুজিবনগর সরকারের অধীনে যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন।
এমএজি ওসমানী এ জন্য জিয়াকে সাময়িক বরখাস্ত করেন। পরে তিনি ক্ষমা চাইলে বরখাস্ত আদেশ তুলে নেওয়া হয়। রাজনৈতিক কারণে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করে। একই কারণে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।”
সভায় অন্যদের মধ্যে গাজীপুর মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাধরণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন ও ওয়াজ উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ প্রমুখ বক্তব্য দেন।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ