
সংবাদমেইল২৪ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি:
অমর একুশে বইমেলায় নিজের লেখা নতুন ৪টি (হে আমার দেশ, ঈদের কবিতা, বৈশাখের কবিতা ও প্রেমের কবিতা) বইয়ের মোড়ক উন্মোচন করলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি।
বৃহস্পতিবার একুশে বইমেলায় স্টল নং- (৩৭২-৩৭৪) আকাশ প্রকাশনী গ্রন্থাগারে তিনি এসব বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু , সাহিদুর রহমান টেপা, মশিউর রহমান রাঙ্গা এমপি, সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, উপদেষ্টামণ্ডলীর সদস্য রিন্টু আনোয়ার, অ্যাড. রেজাউল ইসলাম ভুইয়া, সংসদ সদস্য- আমির হোসেন ভুইয়া, রওশন আরা মান্নান, ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতার সমিতির সাবেক সভাপতি আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, সম্পাদকমণ্ডলীর সদস্য, মনিরুল ইসলাম মিলন, মো. ইসহাক ভুঁইয়া, ফকরুল আহসান শাহজাদা, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, আহাদ ইউ শাহিন, মো. হারুন অর রশিদ, মো. রেজাউল করিম, দেলোয়ার হোসেন মিলন।
সংবাদমেইল/জেএইটজে
Posted ১১:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.