২০১২ সালের নির্বাচনী প্রচারণায় অবৈধ অর্থায়নের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। এ ঘটনায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত।
আদালতের প্রসিকিউটররা সারকোজির বিরুদ্ধে ২০১২ সালের নির্বাচনী প্রচারণায় নির্ধারিত ব্যয়সীমা ২ কোটি ২৫ লাখ ইউরোর প্রায় দ্বিগুণ ব্যয় করার অভিযোগ তোলেন। এ খরচ লুকাতে তিনি একটি জনসংযোগ সংস্থাকে ব্যবহার করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণার সময় ব্যয়কৃত অর্থের ব্যাপারে তিনি কিছু জানেন না বলে আদালতে জানান। আদালত বলেছে, সারকোজিকে অতিরিক্ত ব্যয় সম্পর্কে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি কথা শোনেনি। এমনকি তার নির্বাচনী প্রচারণা টিম যে খরচের সীমা ছাড়িয়ে যাচ্ছে সেটি তিনি জানতেন। সারকোজির আইনজীবীরা জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ফলে তার সাজা স্থগিত হতে পারে। বিবিসি