বৃহস্পতিবার ৭ ডিসেম্বর, ২০২৩ | ২২ অগ্রহায়ণ, ১৪৩০

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে বিভ্রাট

অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে বিভ্রাট

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে বিভ্রাট দেখা দিয়েছে। যোগাযোগ মাধ্যম তিনটির সাইট বা অ্যাপে ঢোকা যাচ্ছে না। মেসেজিংও হচ্ছে না। ইন্ডিপেনন্ডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

এর জেরে বাংলাদেশ থেকেও ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না। ব্যবহারকারীদের কেউ ফেসবুকের সাইটে ঢুকতে পারছেন না বলে জানা গেছে। এমনকি হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সাইটেও ঢোকা যাচ্ছে না।


সোমবার সন্ধ্যার পর এ বিভ্রাট দেখা দেয়। ফেসবুকের ম্যাসেজিং অ্যাপ মেসেঞ্জারেও সমস্যা হচ্ছে। হোয়াটসঅ্যাপে কোনো বার্তা পাঠানো যাচ্ছে না। ব্যবহারকারীরা এসব সেবা পেতে সমস্যায় পড়ছেন। অনেকে টুইটারে সেকথা জানাচ্ছেন।

এরইমধ্যে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্টে ফেসবুকে জানিয়েছে, ‘আমরা জানতে পেরেছি ফেসবুক ব্যবহারে সমস্যা হচ্ছে। এর সমাধানে কাজ করে যাচ্ছি আমরা। যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ফেসবুক।’ এসময় সাময়িক এ সমস্যার জন্য দুঃখও প্রকাশ করে ফেসবুক কর্তৃপক্ষ।


নিজেদের সাইটে বিভ্রাটের কথা হোয়াটসঅ্যাপও টুইটারে জানিয়েছে। তারাও বলেছে, ‘বিভ্রাট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে কাজ চলছে। শিগগিরই বিষয়টির সমাধান হবে।’

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ১:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত