এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের স্থান নির্ধারণী ম্যাচে দলগত বিভাগে এবার হৃদয়-সজীবরা হারিয়েছে ফিলিস্তিনকে। পুরুষ দলগত বিভাগে ২১ থেকে ২৪ স্থান নির্ধারণী খেলায় ফিলিস্তিনের বিপক্ষে ৩-২ সেটে জিতেছে বাংলাদেশ। এর আগে আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। তবে কাতারের দোহায় এই প্রতিযোগিতায় মেয়েদের স্থান নির্ধারণী ম্যাচে মালদ্বীপের কাছে ৩-০ সেটে হেরেছে তারা।