বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩১

ফলো-অন এড়ালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :: | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট  

ফলো-অন এড়ালো বাংলাদেশ

ব্যাট হাতে ভালো শুরু পেলেন প্রায় প্রত্যেকেই। কিন্তু ব্যক্তিগত ইনিংসকে পূর্ণতা দিতে পারলেন না কেউই। ফিফটি পেরিয়েই আউট হয়েছেন মুমিনুল হক ও জাকের আলি। মূলত জাকেরের কল্যাণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টে ফলো-অন এড়াতে পেরেছে বাংলাদেশ।

অ্যান্টিগায় ৯৮ ওভারে ৯ উইকেটে ২৬৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি। প্রথম ইনিংসে এখনও ১৮১ রানে পিছিয়ে সফরকারী দল।


১৫ বলে অবিচ্ছিন্ন ১২ রানের জুটিতে শেষ লড়াই চালিয়ে যাচ্ছেন তাসকিন আহমেদ (২১ বলে ১১) ও শরিফুল ইসলাম (৮ বলে ৫)।

সাতজন ব্যাটসম্যান ১৫ ছুঁয়েও ফিফটিতে যেতে পারেন কেবল দুজন। সেই দুজনও বিদায় নেন ফিফটির পরপরই। সম্মিলিত চেষ্টায় কেবল ফলো-অন এড়ানো গেছে।


১১৬ বল খেলে ৫০ রানে আউট হয়েছেন মুমিনুল। ইনিংসটির পথে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

শাহাদাত হোসেন, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজরা ইনিংস বড় করতে না পারায় ১৬৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। পুল করতে গিয়ে শেষ হয় লিটনের ৭৬ বলে ৪০ রানের সম্ভাবনাময় ইনিংস।


দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে দলকে ফলো-অন এড়ানোর কাছে নিয়ে যায় জাকের আলি ও তাইজুল ইসলামের জুটি। সপ্তম উইকেটে ৬৮ রান যোগ করেন দুজন, ইনিংসের যা সর্বোচ্চ জুটি।

তাইজুলকে ২৫ রানে ব্যাট-প্যাডের ফাঁক হলে বোল্ড করে জুটি ভেঙে ওয়েস্ট ইন্ডিজের স্বস্তি ফেরান আলজারি জোসেফ। একটু পর জাস্টিন গ্রেভসকে উড়িয়ে মেরে সিলসের দারুণ ক্যাচে শেষ হয় জাকের আলির ইনিংস। ৮৯ বলে ৪ বাইন্ডারিতে ৫৩ রান করে ফেরেন তিনি।

বল হাতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন আলজারি জোসেফ। এই পেসার ৬৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে নিয়েছেন জেডন সিলস ও জাস্টিন গ্রেভস।

আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হয় ১২ ওভার আগে।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিস ১ম ইনিংস: ৪৫০/৯ (ডিক্লে.)

বাংলাদেশ ১ম ইনিংস: ৯৮ ওভারে ২৬৯/৯ (আগের দিন ২০/২) (মুমিনুল ৫০, শাহাদাত ১৮, লিটন ৪০, মিরাজ ২৩, জাকের ৫৩, তাইজুল ২৫, হাসান ৮, তাসকিন ১১*, শরিফুল ৫*; রোচ ১৫-৪-৩০-১, সিলস ১৭-৭-৪২-২, আলজারি জোসেফ ২৫-৭-৬৯-৩, শামার জোসেফ ১৭-৩-৫৫-১, হজ ৮-০-২১-০, আথানেজ ৫-০-৯-০, গ্রেভস ১১-০-৩৪-২
)।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত